
প্রকাশিত: Wed, Mar 8, 2023 4:39 PM আপডেট: Tue, May 13, 2025 1:10 PM
বিস্ফোরণে বিএনপির অপকর্ম আছে কি না তার তদন্ত চলছে: ওবায়দুল কাদের
এম এম লিংকন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, প্রধানমন্ত্রী যখন দেশের কাজে বাইরে, ঠিক সেই সময় আমাদের দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিস্ফোরণের পেছনে বিএনপির নাশকতামূলক অপকর্ম আছে কি না সেটা সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারো মাথা ব্যথার প্রয়োজন নেই। বুধবার বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মহানগর উত্তর ও দক্ষিণের সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল হুট করে একটা বিবৃতি দিয়েছেন উল্লেখ করে কাদের বলেন, তার বিবৃতির ভাষা হচ্ছে যে, এ ধরনের একের পর এক ঘটনা রহস্যজনক। আমরা তার সঙ্গে একমত। এ সময় দেশে এ ধরনের ঘটনা রহস্যজনক। এ সময় আগামী ১১, ১৭, ২৫ ও ২৬ মার্চের কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিরোধী দল বলছে, পাল্টাপাল্টি করছে। আমরা শান্তি সমাবেশ করছি তাদের পক্ষ থেকে অশান্তির আশঙ্কায়। তারা অশান্তি সৃষ্টি করতে পারে। আমরা ক্ষমতায় আছি, সে জন্য জানমালের নিরাপত্তা বিধান আমাদের দায়িত্ব ও কর্তব্য। সেই কারণে জনগণের পাশে আমরা আছি। জনগণকে আমরা আশ্বস্ত করছি যে, আপনারা নিশ্চিন্তে দৈনন্দিন কাজ করে যান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
